Sunday, May 11, 2014

VenuG Presents Elen Satyabati. Who is playing Satyabati in YRF Detective Byomkesh Bakshi

Here is a 
Of An interview of Divya Menon
In Ei Samay date 8/5/2014
Use Google translate button to read in English

সামনে এলেন সত্যবতী
6 May 2014 , 2116 hrs IST
নাম দিব্যা মেনন৷ এক
সময়ে চাকরি সূত্রে কলকাতাতেই
থাকতেন৷ তারপর মুম্বই৷
একদিকে তিনি দিবাকর বন্দ্যোপাধ্যায়
পরিচালিত ব্যোমকেশের ছবিতে অভিনয়
করছেন৷ অন্যদিকে ফ্যাশন
উইকে সব্যসাচী মুখোপাধ্যায়ের মডেলও
তিনি৷ শহরে যখন শ্যুটিং করছিলেন , ছিলেন
প্রায় অধরা৷ এবার আসা অন্য কাজে৷
তখনই তাঁর সঙ্গে খানিক আড্ডা দিলেন
দেবলীনা ঘোষ মুখোপাধ্যায়
শহর জুড়ে ঘুরে বেরিয়েছেন ব্যোমকেশ বক্সী৷
কখনও ট্রামে , আবার কখনও
প্রেসিডেন্সির
হোস্টেলে চলেছে সত্যাণ্বেষণ৷
দেখা মিলেছে অজিতেরও৷ কিন্ত্ত
সত্যবতী রয়ে গিয়েছেন অধরা৷ এবার
' অন্য সময়' - এর পাঠকদের মুখোমুখি তিনি৷
আসল নাম দিব্যা মেনন৷ দেশের যে কোনও
ফ্যাশন উইকের এখন অন্যতম প্রধান
মডেল তিনি৷ দিব্যা : ফিল্ম নিয়ে কিন্ত্ত
আমার কোনও কথা বলার পারমিশন নেই৷
তাই আমি কোন ছবিতে অভিনয়
করেছি বলতে পারবো না৷ শুধু এটুকু
বলতে পারি আমি খুব
ইন্টারেস্টিং একটা চরিত্র করেছি৷
প্রথমেই এরকম একটা চরিত্র করার
প্রস্তাব আসবে ভাবিনি৷ ছবির শ্যুটিং সদ্য
শেষ হয়েছে৷ তাই আপাতত ছুটি এনজয়
করছি৷ অন্য সময় : বাঙালি চরিত্রে অভিনয়
করতে কোনও সমস্যা হয়নি ? বিশেষত পিরিয়ড
ফিল্মে ? দিব্যা : দেখেছেন , ফের
ছবি সংক্রান্ত প্রশ্ন! এ
বিষয়ে একটা কথাই বলব, আমি কিন্ত্ত
প্রায় বাঙালিই৷ দীর্ঘদিন কলকাতায়
ছিলাম৷ এখানে চাকরি করেছি তো !
ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের
সংস্থায়৷ বাঙালি কালচার , খাওয়া -
দাওয়া, সাজগোজ- সব কিছুর সঙ্গেই
আমি খুবই পরিচিত৷ অন্য সময় : আর সেই
ডিজাইনারের হয়ে এবার ফ্যাশন
উইকে হাঁটলেন৷ অভিজ্ঞতাটা কেমন?
দিব্যা : অনবদ্য৷ আমি খুব ভাগ্যবান
যে এত কম সময়ে নানা কিছু করার সুযোগ
পেয়েছি৷ এই সুযোগটাই সবার
কাছে আসে না৷ আমি তো আর
পাঁচটা মেয়ের মতোই সাধারণ৷ সকাল শুরু
হয় সেই চা- বিস্কিট দিয়েই৷ খবরের কাগজও
না পড়লে চলে না আমার৷ যখন
চাকরি করতাম ভোর বেলা উঠে এক কাপ
চা নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতাম৷
চা শেষ
করে হালকা স্ট্রেচিং এক্সারসাইজ
করতাম৷ তারপর রান্না করে, খেয়ে,
তৈরি হয়ে অফিস৷ এখনও রুটিনটা একই
রয়েছে৷ শুধু রোজ অফিস যেতে হয় না এই যা৷
রান্নাটা এখনও করি৷ বলতে পারেন
নিজের রান্না নিজে করে নিতেই পছন্দ
করি আমি৷ ওটা আমার শখ৷ প্লিজ
জানতে চান আমি কী রাঁধি ? অন্য সময় :
অগত্যা. . . দিব্যা :
ব্রেকফাস্টে আমি পোহা মানে চিড়ের
পোলাও খুব পছন্দ করি৷ অল্প বাদাম আর
কিসমিস দিয়ে বানাই৷ নাহলে ডিমের
নানা প্রেপারেশন৷ বেক করি , ফ্রাই
করি বা বয়েল করি - তারপর
নানা এক্সপেরিমেন্ট চলে৷ আর হঁ্যা,
নানা ধরনের পরোটাও
বানাতে পারি আমি৷ মাছ খেতে আমি খুব
ভালোবাসি৷ দুপুরে বা রাতে মাছ মাস্ট৷
আর এখন তো আমি পাতুড়ির প্রেমে পড়েছি৷
কত
ভালো করে পাতুড়ি বানাতে পারি তারই
চেষ্টা চলছে এই ছুটিতে৷ অন্য সময় :
প্রথমে সব্যসাচী মুখোপাধ্যায় আর
তারপর মণীশ মালহোত্রা৷ ফ্যাশন
জগতের দুজন দিকপালের সঙ্গেই কাজ
করে ফেললেন৷ কার স্টাইল
স্টেটমেন্টটা আপনার বেশি পছন্দের ?
দিব্যা : সব্যসাচী মুখোপাধ্যায়ের
কাছে আমি ফ্যাশন বুঝেছি , শিখেছি৷
ফিল্মে আমার পোশাক ডিজাইন করেছেন
মণীশ৷ কখনও
দেখে মনে হয়নি যে অবাঙালি কেউ পোশাক
বানিয়েছেন৷ আর র্যাম্প এবং ফিল্মের
মধ্যে অনেক ফারাকও আছে৷ তাই
সব্যসাচী বা মণীশের মধ্যে কোনও
একজনকে বেছে নেওয়া সম্ভব নয়৷ ক্রিয়েটিভ
মানুষদের মধ্যে তুলনাও চলে না৷ দু ' জনের
কাজ দু ' রকম ভাবে ভালো৷ অন্য সময় :
চেনা শহর , যেখানে একদিন চাকরি করতেন ,
শপিং করতেন , বন্ধুদের সঙ্গে হ্যাং - আউট
করতেন - সেখানে হঠাত্ এরকম
ঘেরাটপে থেকে শ্যুটিং করতে কেমন
লাগলো ? দিব্যা : একটু অদ্ভুত
অভিজ্ঞতা তবে খুব স্পেশ্যালও৷ আর
ঘেরাটোপ তো শুধু ছবির সময়টা৷
বাকিটা তো পুরোই আড্ডা , গল্প , মস্তি৷
অন্য সময়: এতগুলো কাজ
একসঙ্গে করতে তো অনেক এনার্জি লাগে৷
আপনার সিক্রেটটা কী ? দিব্যা :
এটা বললে হাসবেন৷ আমি আমার বন্ধুদের
প্রচুর সিলি কোয়েশ্নেন করি৷ কোনও কিছু
শেখার জন্য যতটা দূর যাওয়া সম্ভব
আমি যাই৷ কে, কী বলল আমার কিচ্ছু
এসে যায় না৷ আমি শিখতে ভালোবাসি৷
আমার মনে হয় এই শেখার আনন্দটাই
আমাকে এত এনার্জি দেয়৷ অন্য সময় : আর
অন্যান্য প্রজেক্ট ? দিব্যা :
কথা চলছে কিছু৷ কিন্ত্ত বলার মতো হয়নি৷
এখন আমি অভিনয়টা শেখার চেষ্টা করছি৷
আর মন দিয়ে ওয়ার্ক আউট করছি৷ কারণ
নতুন কিছু করতে গেলে ভিতর
থেকে ভালো থাকা খুব জরুরি৷
Share